রায়ের বাজারে সন্ত্রাসী হামলায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

রাজধানীর রায়ের বাজারের পুলপাড় বটতলা এলাকায় সন্ত্রাসী হামলায় আহত যুবক রবিন বক্কর (২৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে বুধবার (২৯ জুন) রায়ের বাজার পুলপাড় বটতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলায় গুরুতর আহত হন রবিন। ওই দিন প্রথমে তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার পেটে ও পিঠে চার থেকে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত খরণে তার মৃত্যু হয়েছে। 

রবিন রায়ের বাজার কাঁচা বাজারের আড়তের পাশে থাকতেন। তিনি একটি জুস কোম্পানিতে চাকরি করতেন।

ঘটনার দিন রবিনের বন্ধু বাবু জানিয়েছিলেন, রবিনসহ তারা তিন জন রায়ের বাজার বটতলা এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী মিঠুর ছেলেসহ ৫-৬ জন রতনকে ধরে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

মৃত রবিনের বোন সোমা আক্তার জানিয়েছেন, রবিনের বন্ধু আলামিনের সঙ্গে একই এলাকার আকাশের কোনও বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। সে বিষয়ে কথা বলতে আকাশের সঙ্গে যায় রবিন। পরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আকাশসহ ৩-৪ জন তাকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় আকাশকে আটক করেছে পুলিশ।