২১ জুলাই সারা দেশে জাতীয় কমিটির বিক্ষোভ

দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটি মনে করে, স্বনির্ভর ও পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানিনির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডেকেছে সংগঠনটি।

শুক্রবার (৮ জুলাই) ঢাকায় মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কার্যালয়ে জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত  হয়েছে। সাবেক সদস্য সচিব অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন— রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকি, নজরুল ইসলাম, ডা. হারুন অর রশীদ, আকবর খান, মাসুদ রানা, বিধান দাস, মফিজুর রহমান লালটু, খান আসাদুজ্জামান মাসুম,বাচ্চু ভূইয়া, তৈমুর খান অপু, অনুপ কুণ্ডু, মোফাজ্জল হোসেন মোস্তাক, সাদেক খান, রাজু আহমেদ।

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভায় সারা দেশে লোডশেডিংসহ বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়— স্বনির্ভর,পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানিনির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে। দেশে গ্যাসসম্পদ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস থাকলেও কমিশন ভোগী এবং কতিপয় গোষ্ঠীকে লাভবান করতে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। প্রতিবছর হাজার হাজার কোটি টাকা, জনগণের করের টাকা ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবারও বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির অপচেষ্টাও চলছে।