শুক্রবার বইমেলা শুরু সকাল ১১টায়, থাকবে শিশুপ্রহরও

বইমেলাঅমর একুশে গ্রন্থমেলা শুরুর পর প্রথম ছুটির দিন আজ (৫ জানুয়ারি)। এ কারণে শুক্রবার গ্রন্থমেলার দ্বার উন্মোচিত হবে সকাল ১১টায়। আয়োজকদের আশা, দর্শনার্থীদের পাশাপাশি এদিন বাড়বে বইয়ের বিক্রিও।
প্রকাশকরা আশা করছেন, প্রতিবছরের মতো এবারও প্রথম ছুটির দিন থেকে জমে উঠবে মেলা। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার বিকেল থেকেই মেলায় লোক সমাগম বেড়েছে। এতে প্রকাশক ও বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এবার মেলার শুরু থেকেই বিক্রি আশানুরূপ।
বাংলা একাডেমির মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান,  শুক্রবার মেলার দ্বার খুলবে সকাল ১১টায়। একটানা খোলা থাকবে রাত আটটা পর্যন্ত। এদিন থাকবে প্রথম শিশুপ্রহরও। শনিবারও শিশুপ্রহর থাকবে এবং মেলার দ্বার একই সময় সকাল ১১টায় উন্মোচিত হবে। প্রথম শিশুপ্রহর উপলক্ষে কাল সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে বলেও তিনি জানান।
প্রকাশনা সংস্থা ঐতিহ্যের স্বত্ত্বাধিকারী নাঈম জানান, শুক্র ও শনিবার অফিস-আদালত বন্ধ থাকায় কর্মব্যস্ত মানুষ এ দুই ছুটির দিনে মেলায় আসেন। এ সময় বিক্রিও হয় ভাল।

নতুন বই

এবার মেলায় প্রথম চার দিনে মোট বই এসেছে ১৬৩টি। বৃহস্পতিবার নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে ১৭টি বইয়ের। পুরো মাসজুড়েই মেলায় বইয়ের আত্মপ্রকাশ অব্যাহত থাকবে।

/এফএস/