বইমেলায় শিশুপ্রহর আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা


গ্রন্থমেলায় শিশুপ্রহরঅমর একুশে গ্রন্থমেলার পঞ্চমদিনে আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শিশু প্রহর শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। অভিভাবকদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে বই কিনতে প্রতিবছরের মত এবারও শিশুদের জন্য এই শিশু প্রহরের আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ।
সকাল ১১টায় মেলা শুরুর পর থেকেই অভিভাবকদের সঙ্গে মেলায় আসতে শুরু করেছে শিশুরা। বিভিন্ন স্টল ঘুরে দেখছে মজার সব বই। অন্যদিনের তুলনায় সকাল থেকেই স্টলগুলোতেও ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে বিক্রয় কর্মীদের। মেলায় এবার শিশু কর্ণার থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। বরেণ্য শিশু সাহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের নামে এবারের শিশু কর্ণার নামকরণ করা হয়েছে।
এদিকে অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল ১১টা থেকে শুরু হয়ে মেলা শেষ হবে রাত ৮টায়।

/এসআর/এফএস/