অধ্যক্ষ লাঞ্ছনা: স্পিকারের কাছে বিচার চাইবেন শিক্ষামন্ত্রী

রাজশাহীর গোদাগাড়ীতে এক কলেজ অধ্যক্ষকে স্থানীয় সংসদ সদস্যের  মারধর ও পরে চাপ দিয়ে অস্বীকার করানোর বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে বিচার দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওই ঘটনার তদন্ত রিপোর্ট পেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে বিচার দিতে চাই। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহীতে সংসদ সদস্য ওমর ফারুখ চৌধুরী স্থানীয় একটি কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই কলেজ অধ্যক্ষ সংবাদ সম্মেলনে মারধরের কথা অস্বীকার করেন।

এ ঘটনায় শিক্ষামন্ত্রী বলেন, এটা যদি সত্য হয়, সেটা বেশ বিব্রতকর। যদি কোনও সংসদ সদস্য এ ধরনের কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা মন্ত্রণালয় হিসেবে সরাসরি কোনও ব্যবস্থা নিতে পারি না। তবে স্পিকারের মাধ্যমে অভিযোগ উত্থাপন করে একটি সমাধান চাইতে পারি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে সেই পথ অনুসরণ করবো।’

সম্প্রতি শিক্ষকদের ওপর নির্যাতন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তদন্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেখানে ফৌজদারি বিষয় সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকের একটা অনন্য মর্যাদা রয়েছে। আমরা সেই মর্যাদার জায়গাটায় শিক্ষকদের দেখতে চাই। কোথাও শিক্ষক নিগ্রহের শিকার হন তা চাই না।’