শিশুপ্রহরে বইমেলায় হালুম, ইকরি, টুকটুকি

বইমেলায় হালুম, ইকরি, টুকটুকিঅমর একুশে গ্রন্থমেলায় আজ শুক্রবার শেষ হল শিশু প্রহরের প্রথম পর্ব। মেলার শুরু থেকেই তাই বিভিন্ন স্টলে ভিড় জমতে থাকে শিশু-কিশোরদের। অন্যদিকে মেলায় আসা শিশুদের আনন্দ দিতে হাজির হয়েছিল সিসিমপুরের হালুম, ইকরি ও টুকটুকি।
মেলার দাদাভাই চত্ত্বরে দুপুর ১২টায় শুরু হয় সিসিমপুর। এতে বিভিন্ন বিষয় নিয়ে শিশুদের সামনে অংশ নেয় তারা। শুরুতেই মাছ নিয়ে মজার গান গেয়ে শোনায় হালুম। এরপর টুকটুকি আর ইকরি এসে বই পড়া, পুষ্টিকর খাবার, খেলাধুলা নিয়ে অভিনয় করে।
এদিকে টেলিভিশনের পর্দায় দেখা জনপ্রিয় পাপেট চরিত্রদের সরাসরি দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিল মেলায় আসা শিশুরাও। প্রথম শ্রেণিতে পড়ুয়া মিনার জানায়, ‘এর আগে সিসিমপুরে হালুম, ইকরি, টুকটুকিকে দেখেছি। আজ তাদের সরাসরি দেখে অনেক ভালো লাগছে।’
আধা ঘন্টা ধরে চলা এই অনুষ্ঠান শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। শনিবার একই সময়ে আবার মেলায় শুরু হবে সিসিমপুর।
/এসআর/এফএস/