ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া শিশুর অবস্থা আশঙ্কাজনক

ধানক্ষেতে কুড়িয়ে পাওয়া ইঁদুর খেয়ে ক্ষত করা, নবজাতককে (মেয়ে) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ২টায় ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, নবজাতকটির অবস্থা আশংকাজনক। চিকিৎসকরা যত ধরনের চিকিৎসা প্রয়োজন, তা দিয়ে যাচ্ছেন।

এর আগে, গত ২১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার গৌরীপুর এলাকায় আমির হোসেন নামে এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতে জীবিত ওই নবজাতককে দেখতে পান। শিশুটির নাক ও মাথার পেছনের দিকে কিছু অংশ ইঁদুর বা পোকামাকড় কামড়িয়ে ক্ষত করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ আশপাশের লোকজনকে জানানো হয়।

পরে সবার উপস্থিতিতে আমির হোসেনের ভাই মানিক মিয়া শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সংশ্লিষ্ট থানার পুলিশ নবজাতকটির খোঁজ-খবর নেয়।

মানিক মিয়া জানান, তিনি ও তার স্ত্রী শিশুটিকে দত্তক নিতে চান। তাই তারা শিশুটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন। কয়েক দিন স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর রবিবার শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।