বন্ধুর প্রেমিকার সঙ্গে সম্পর্কের জেরে পোশাক শ্রমিককে হত্যা

গাজীপুরে বন্ধুর প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক করার অভিযোগে পোশাক শ্রমিক ইমন রহমানকে (২১) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে র‍্যাব-১ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানান।

আসামিরা হলো, রাশিদুল ইসলাম রাশু (২২) ও বিপুল চন্দ্র বর্মণ (১৯)। রাশুকে টাঙ্গাইল এবং বিপুল চন্দ্র বর্মণকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘ইমনকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতার দুজন। ইমনসহ হত্যাকারীরা একই স্কুলে পড়তো। কয়েক বছর ধরে মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ে তারা।’

র‌্যাব-১ অধিনায়ক বলেন, ‘একটি মেয়ের সঙ্গে ইমন ও রাশুর প্রেম ছিল। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জেরে ইমনকে হত্যার পরিকল্পনা করে রাশু। ৭ জুলাই ইমনকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। ইমনের কাছে তার প্রেমিকাকে বকা দেওয়া ও বিরক্ত করার কারণ জানতে চায়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কাছে থাকা দা দিয়ে ইমনকে কোপাতে থাকে রাশু। অন্যরাও কুপিয়ে আহত করে তাকে। নিস্তেজ হয়ে গেলে ইমনকে তুরাগ নদীতে ফেলে দেয় তারা। ১৬ জুলাই ইমনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘৭ জুলাই রাতে খাওয়ার পর দুই শত টাকা নিয়ে বাসা থেকে বের হয় ইমন। রাতে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। ১১ জুলাই ইমনের পরিবার নিখোঁজের জিডি করে।’