বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারকে পুনর্বাসন করছে মাস্তুল ফাউন্ডেশন

পুরো সিলেট বিভাগ জুড়ে বন্যায় হাজারও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ জেলায়। এখানে অসহায়দের মাঝে সরকারের সহযোগিতার পাশাপাশি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো-ও এগিয়ে এসেছে। বন্যাপরবর্তী কার্যক্রমে মাস্তুল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১ হাজার ঘর নির্মাণ, ৫০টি টিউবওয়েল নির্মাণ, ৫০টি টয়লেট নির্মাণ ও ১ হাজার পরিবারকে স্বাবলম্বী করার কার্যক্রম শুরু করেছে।

সংগঠনটি জানিয়েছে, বুধবার (২৭ জুলাই) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কার্যালয়ে মাস্তুল ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পে অর্ধশত বানিভাসি পরিবারের মাঝে ঘর নির্মানের সামগ্রী দিয়ে সহায়তা করা হয়। উক্ত কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বানভাসি পরিবারগুলোকে সাহায্য পৌছে দেওয়ার চলমান রয়েছে। সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসায় অসহায় মানুষগুলো আরও বেশি উপকৃত হতে পারবে। বানভাসিদের পাশে এগিয়ে আসায় মাস্তুলকে ধন্যবাদ।’
 
মাস্তুল জানিয়েছে, পুনর্বাসনে প্রতিটি পরিবারকে ২ বান টিন ও ২০টি করে বাঁশ দেওয়ার পাশাপাশি আনুষঙ্গিক খরচ দেওয়া হচ্ছে। আর কিছু স্বাবলম্বী করে তোলার জন্য অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রিকশা, সেলাই মেশিন, ভ্যান, ধানসহ বিভিন্ন ফসলের বীজ, ছাগল, গরু, ভেড়া, হাঁস-মুরগি ও নৌকা দেওয়া হবে। যাতে করে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারে।  

সাম্প্রতিক বন্যায় মাস্তুল ফাউন্ডেশন থেকে ১২ হাজার পরিবারকে শুকনো খাবার ও চাল-ডাল প্রদান, ৮ হাজার পরিবারকে কোরবানির গোশত প্রদান, ৫ হাজার পরিবারকে মেডিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে। এই কার্যক্রমে সহযোগিতা করেছে সিলেট জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলা প্রশাসক, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং সমাজসেবা অধিদফতর।