ডলার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি

কেউ ডলার মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ডলার মজুতকারীদের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে, যাচাই-বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হারুন অর রশিদ বলেন, ‘আমরা যদি এমন কোনও তথ্য পাই, কেউ ডলার মজুত করেছে কিংবা জাল ডলার তৈরির চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে অভিযান চালানো হবে। কেউ এ ধরনের অপচেষ্টা করে সুবিধা আদায়ের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।’