আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশ

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আয়োজনে আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ায় ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এবারই প্রথম অলাইনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। বাংলাদেশ গণিত সমিতির নির্দেশনা এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় বাংলাদেশ অংশগ্রহণ করছে।

রবিবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিশ্বের ৫০টিরও বেশি দেশ অনলাইন/অফলাইন প্ল্যাটফর্মে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিযোগী শিক্ষার্থীদের (প্রথম থেকে চতুর্থবর্ষ) বসয়সীমা সর্বোচ্চ ২৩ বছর। বীজ গণিত বিশ্লেষণ, জ্যামিতি ও কমভিনেটরি থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বাংলাদেশের পাঁচ প্রতিযোগী হলেন– ঢাবির গণিত চতুর্থ বর্ষের মো. হাসান কিবরিয়া, তৃতীয় বর্ষের মেহেদী হাসান নওশেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চতুর্থ বর্ষের জুবায়ের রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের সাব্বির রহমান এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের অন্তনি রায় চৌধুরী। এ দলের কোচ হিসেবে রয়েছেন ঢাবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম।