বুড়িগঙ্গায় গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. হৃদয় হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধুর বড় ভাই মো. মামুন মিয়া জানান, কামরাঙ্গীরচরে তুলা গাছতলা স্থানে বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। হৃদয় নৌকা থেকে লাফ দিলে পানিতে ডুবে যায়। সহপাঠীরা পানি থেকে উঠলেও হৃদয় পানি থেকে আর উঠতে পারেনি।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকাল পৌনে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের মামা আব্দুর রহিম বলেন, দুপুরে বাসা থেকে গোসল করতে বের হয়েছিল। পরে খবর পাই পানিতে ডুবে মারা গেছে। হৃদয় সাঁতার জানতো না।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রিক্সা চালক মো. সোহেল রানার ছেলে হৃদয়। সে ম্যাটাডোর ব্রাশ কোম্পানিতে চাকরি করতো। কামরাঙ্গীরচর থানাধীন যাওলা হাঁটি শহীদ কাউছার রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।