৪০ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

৪০ জেলার মধ্যে ২৫ জেলার পুলিশ সুপাররা পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছিলেন। ১০ জেলার পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। পুলিশ সুপার হিসেবে পদায়নে বিসিএস পঁচিশ ও সাতাশ ব্যাচকে প্রাধান্য দেওয়া হয়েছে।