চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তারা বলেন, নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করে যুব প্রজন্মকে দেওয়া প্রতিশ্রুতি এখনও পালন করেনি সরকার। তাই আমরা দাবি জানাচ্ছি, দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হোক।

রবিবার (৭ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

লিখিত বক্তব্যে সমন্বয়ক সাজিদ সেতু বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়ে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্টেটমেন্ট দিয়েছিলেন কয়েক মাসের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা হবে। দুই বছরের বেশি সময় করোনা মহামারি থাকার কারণে বয়সসীমা হারিয়ে ফেলা চাকরীপ্রত্যাশী উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৫ লাখের বেশি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জাতীয় যুবনীতিতে যুবকের সংজ্ঞায় ১৮ থেকে ৩৫ বছর বয়স বলা হলেও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ৩০ বছরে আটকে দেওয়া হচ্ছে। অথচ জনপ্রশাসন সংসদীয় স্ট্যান্ডিং কমিটি লিখিতভাবে বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করেছে।’

চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষে সংবাদ সম্মেলনে আরও ছিলেন– মো. তানভীর হোসেন, সানিয়া সুমি, আসিফ হাসান, সাজিদ সেতু, রবিউল বনি, রাজ্জাক হাবিব, জহিরুল জনি প্রমুখ।