প্রতি বছর ‘প্রধান বিচারপতি পদক’ প্রদানের সিদ্ধান্ত

বিচার বিভাগীয় কর্মকর্তা এবং বিচার-প্রতিষ্ঠানগুলোর বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে প্রণোদনা ও উৎসাহ প্রদানের ও অধিকতর গতিশীলতা আনতে এখন থেকে প্রতি বছর ‘প্রধান বিচারপতি পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ জন্য ‘প্রধান বিচারপতি পদক নীতিমালা, ২০২২'-এর অনুমোদন প্রদান করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচারিক সেবার উৎকর্ষ অর্জন, কর্মস্পৃহা বৃদ্ধি, শুদ্ধাচার, সক্ষমতা, দক্ষতার উন্নয়ন ও বিকাশে এবং বিদ্যমান মামলার জট নিরসন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মামলা-মোকদ্দমার নিষ্পত্তি আরও গতিশীল করতে প্রতিবছর এ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি পদক নীতিমালা, ২০২২ এবং প্রধান বিচারপতি পদকের আবেদন ফরম সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নীতিমালার বিধান ৯(গ) অনুসারে জেলা ও মহানগর বাছাই কমিটি গঠন সম্পর্কিত বিজ্ঞপ্তি ও কমিটির সদস্যদের নাম ও পদবিসহ তালিকা সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (দৃষ্টি আকর্ষণ: সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা, প্রধান বিচারপতি পদক নীতিমালা প্রণয়ন ও বাছাই সংক্রান্ত জাজেস কমিটি)’ বরাবরে এবং উক্ত বিজ্ঞপ্তির সফট কপি নির্ধারিত মেইলে পাঠাতে হবে। 

প্রধান বিচারপতি পদকের আবেদন ফরম বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।