ওসি মনিরুলের সম্পদের বিষয়ে দুদকে অভিযোগ দিলেন ব্যারিস্টার সুমন

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিপুল সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠি সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে জমা দেন তিনি। দুদকের একটি সূত্র জানিয়েছে, কমিশন সভায় অনুমতি সাপেক্ষে এই ঘটনার অনুসন্ধান করা হবে।

গত বুধবার (১০ আগস্ট) রমনা থানার ওসি মনিরুল ইসলামের সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সুমন। শুনানি শেষে তাকে এ বিষয়ে দুদকে আবেদন জমা দিতে বলেন হাইকোর্ট।

দুদকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, রমনা থানার ওসি ১৯৯২ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১২ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান তিনি। চাকরি জীবনের বেশিরভাগ সময় তিনি ঢাকা রেঞ্জের বিভিন্ন থানায় চাকরি করেছেন। একজন সরকারি চাকরিজীবী বৈধভাবে এত সম্পত্তির মালিক হতে পারেন না। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

সম্প্রতি ‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। ওই রিপোর্টের ভিত্তিতে আদালতে একটি রিট আবেদন করেন ব্যারিস্টার সুমন।