মডার্না-অ্যাস্ট্রাজেনেকা গ্রহীতারা দ্বিতীয় ডোজ পাবেন ফাইজার

করোনাভাইরাস প্রতিরোধে যারা মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ও বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবেন। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের সভায় (নাইট্যাগ) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

রবিবার (১৪ আগস্ট) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়,  গত ২ আগস্টের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলমান কোভিড- ১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় যারা এরই মধ্যে প্রথম ডোজ হিসেবে মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন, তাদেরকে দ্বিতীয় ভোজ ও বুস্টার ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন দেওয়া যাবে।