পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার বাস্তবায়নের দাবি

হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছে বৈদিক নারী শক্তি সংঘ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করে।

বৈদিক নারী শক্তি সংঘের পক্ষ থেকে আরও দাবি করা হয়, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করাসহ দুর্ঘাপূজায় তিন দিনের সরকারি ছুটির ঘোষণা দিতে হবে।

সংঘের সভানেত্রী বিথীকা মুখার্জি বলেন, ‘ভারতের পশ্চিম বাংলায় দীর্ঘ ছয় দশক আগে প্রচলিত দায়ভাগ আইনের হিন্দু উত্তরাধিকার আইনটি পরিবর্তিত হয়েছে। কন্যা পৈতৃক সম্পত্তির মালিক হয়েছে, বিধবারা স্বামীর সম্পত্তির পূর্ণ মালিকানা স্বত্বপ্রাপ্ত হয়েছেন। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও বাংলাদেশি হিন্দু কন্যা পরিচয়ে কেন তাদের পৈতৃক ও স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে? এটা তাদের জন্য চরম অপমান ও বঞ্চনার।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সম্পাদক চিত্রা রায়সহ সুপ্রিম কোর্টের হিন্দু নারী আইনজীবীরা।