‘প্রতিবেশী কূটনীতির রোল মডেল’ শীর্ষক গোলটেবিল বৈঠক চলছে

এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে ‘প্রতিবেশী কূটনীতির রোল মডেল’ শীর্ষক গোলটেবিল বৈঠক শুরু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারীতে বৈঠকটি শুরু হয়। বৈঠকটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আলোচনার সূচনা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং এডিটরস গিল্ডের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শ্যামল দত্ত।

আলোচক হিসেবে আরও যুক্ত রয়েছেন, ইমেরিটাস অধ্যাপক এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাত, আনন্দবাজার পত্রিকার দিল্লি প্রতিনিধি অগ্নি রায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আমেনা মহসিন, টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মহুয়া চট্টোপাধ্যায়, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, টেলিগ্রাফের সাংবাদিক দেবদ্বীপ পুরোহিত, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর এবং ভারতের দ্যা হিন্দ্যু পত্রিকার সাংবাদিক কল্লোল ভট্টাচার্য।