বুড়িগঙ্গা নদী কার্নিভাল

নদী দখলকারীদের ঘৃণা করার আহ্বান

‘দূষণমুক্ত বুড়িগঙ্গা নদী, ঢাকাবাসীর প্রাণের দাবি’ স্লোগানে ঢাকার নদী হবে দূষণমুক্ত, বর্জ্য না ফেলার প্রতিজ্ঞা করা এবং নদী দখলকারীদের প্রতিহত করার অঙ্গীকার নিয়ে রাজধানীতে হয়ে গেল বুড়িগঙ্গা নদী কার্নিভাল। এ উপলক্ষে নৌকাবাইচের আয়োজন করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথ আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

কার্নিভালে আলোচনা ছাড়াও সুসজ্জিত নৌযান নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি ঠোডা গুদারা ঘাট থেকে বাবুবাজার সেতু হয়ে ঘুরে খোলামোড়া ঘাট পর্যন্ত নদীর দুই পাশ দিয়ে প্রদক্ষিণ করে আবার ঠোডা ঘাটে এসে শেষ হয়।

এর আগে কার্নিভাল উদ্বোধনকালে বক্তারা নদী রক্ষায় নানা রকমের অঙ্গীকারের কথা জানান। স্থানীয়দের দায়িত্ব ও নদীর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা।

Nasirul Islam 2

নদীদূষণ বন্ধে রাজধানী ঢাকাকে দূষণের হাত থেকে রক্ষা করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ইউএসএআইডি এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় ওয়াটারকিপার্স বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রকে (ক্যাপস) সঙ্গে নিয়ে কনসোর্টিয়ামের মাধ্যমে একটি দূষণবিরোধী নাগরিক প্রচেষ্টার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় নদীদূষণ বন্ধে সংহতি প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরা।

ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম লিড শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে ওয়াটার বাস চালু করার প্রচেষ্টা চলছে, নদীদূষণ বন্ধ হলে এই নৌযান চালু করা সম্ভব হবে এবং ঢাকার যানজট অনেকাংশে কমে যাবে।’ তিনি নদীতে বর্জ্য না ফেলার প্রতিজ্ঞা করা এবং নদী দখলকারীদের ঘৃণা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ‘নদী বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব ও সাংবাধানিক দায়িত্ব।’

Nasirul Islam 1

অনুষ্ঠানে বাউল আবদুর রহমান বয়াতি গান পরিবেশন করেন।

অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, ইউএসএআইডি বাংলাদেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স ডিরেক্টর মিস ক্রিস্টিন ম্যাকরে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ড্রেজিং, মো. রকিবুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় নদীদূষণ বন্ধে সংহতি প্রকাশ করেন বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর (৫৭ নং ওয়ার্ড), শেফালী বেগম (সংরক্ষিত মহিলা আসন ৫৫.৫৬ এবং ৫৭ নং ওয়ার্ড), মোকাদ্দেস হোসেন জাহিদ (২৪ নং ওয়ার্ড), মোহাম্মদ হোসেন (৫৬ নং ওয়ার্ড) এবং নুরে আলম চৌধুরীসহ (৫৫ নং ওয়ার্ড) আরও অনেকে।

ছবি : নাসিরুল ইসলাম