সাত বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পলাতক

সাত বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পলাতক থাকা গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় একটি ব্যাংকের অফিস সহকারী আতোয়ার রহমান (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সদর উপজেলার বেতালি মিতরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।

তিনি বলেন, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে তৎকালীন অফিস সহকারীর দায়িত্বে থাকা মো. আতোয়ার রহমানকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আতোয়ার গ্রেফতার এড়াতে পালিয়ে ঢাকা চলে আসে। মামলাটির বিচারকার্য শেষে ২০১০ সালের ২৩ মার্চ অভিযুক্ত আসামি আতোয়ারকে সাত বছরের সাজা দেওয়া হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আতোয়ার আত্মগোপনে চলে যায়। এ সময় সে নিজের পরিচয় গোপন রেখে পেশা পরিবর্তন করতে থাকে। সে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় রিকশা চালায় এবং রাজমিস্ত্রির কাজ করে। পরে সে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করে।