ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বে এনাম আলীর স্মরণসভা ও দোয়া মাহ‌ফিল

ব্রিটে‌নের বাংলা মি‌ডিয়ার সংবাদকর্মী‌দের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে ব্রিটে‌নের স্বনামখ্যাত ক‌মিউ‌নি‌টি নেতা, আইওনটি‌ভি ও ব্রিটিশ কা‌রি অ্যাওয়া‌র্ডের প্রতিষ্ঠাতা এনাম আলীর স্মরণসভা ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে। র‌বিবার (১১ সে‌প্টেম্বর) রা‌তে পূর্ব লন্ড‌নের এক‌টি ভেন্যুতে এ সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

সভায় রানি দ্বিতীয় এ‌লিজা‌বে‌থের মৃত্যুতে শোক ও নীরবতা এবং সাংবা‌দিক রাজীব নূর ও কু‌ষ্টিয়ার সাংবা‌দিক রু‌বেলের ওপর হামলা ও নির্যাত‌নের তীব্র নিন্দা জানা‌নো হয়।

প্রেসক্লাবের সভা‌প‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপতি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর প‌রিচালনায় সভায় বক্তারা ব‌লেন, ব্রিটে‌নের বাংলা‌দেশি ক‌মিউ‌নি‌টির জন্য এনাম আলীর অবদান অ‌নেক। তার প্রতি‌ষ্ঠিত কারী অ্যাওয়া‌র্ডে প্রতিবছর ১৬ শত ক‌মিউ‌নি‌টির মানুষ অংশ নি‌তেন। সে অনুষ্ঠানে অংশ নিতে টি‌কিটের জন্য হাহাকার থাকত। অথচ মানুষ‌টি মারা যাওয়ার আজ দুই মাস পে‌রি‌য়ে গে‌লেও আজ ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌ব ছাড়া তার জন্য ক‌মিউ‌নি‌টির অন্য কোনও সংগঠ‌নের পক্ষ থে‌কে সম‌ন্বিত কোনও এক‌টি স্মরণসভার আ‌য়োজন না হওয়া হতাশা ও দুঃখজনক।

সভায় অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য দেন ব্রিটিশ বাংলা‌দেশ চেম্বা‌রের সভাপ‌তি সাইদুর রহমান রেনু, প্রেসক্লা‌বের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সো‌য়েব, মু‌ক্তি‌যোদ্ধা এম এ আ‌জিজ, সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, ডা. মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার আব্দুস শহীদ, মুফ‌তি সৈয়দ মাহমুদ আলী,‌ খ‌তিব মাওলানা আব্দুল মা‌লিক, প্রেসক্লাব সদস্য আ‌মিনুর চৌধুরী, শামসুর রহমান সু‌মেন, মাওলানা আব্দুল কুদ্দুস, বদরুল হক চৌধুরী, আ‌শিকুর রহমান প্রমুখ।