সিইসি করোনায় আক্রান্ত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার একান্ত সচিব রিয়াজউদ্দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকেই সিইসির জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এদিকে সিইসির অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

ইসির উপ-সচিব শাহ আলমের সই করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। ফলে তাকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি।