দফতর পেলেন দুদকের তিন মহাপরিচালক

দুর্নীতি দমন কমিশনে সদ্য নিয়োগ পাওয়া তিন মহাপরিচালকের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। সম্প্রতি দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজামান বকাউলের সই করা অফিস আদেশ সূত্রে এ কথা জানানো হয়েছে।

দুদক সূত্র জানায়, আদেশে পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক মো. আক্তার হোসেনকে প্রতিরোধ শাখায়, মীর জয়নুল আবেদীন শিবলীকে বিশেষ তদন্ত শাখায় এবং মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি শাখায় নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আরেকটি আদেশে ৯ পরিচালকদের বিভিন্ন দফতরে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুদক পরিচালক আব্দুল্লাহ-আল জাহিদকে গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর দুদক সচিব মো. মাহবুব হোসেন সই করা পৃথক প্রজ্ঞাপনে ৩ মহাপরিচালক, ৬ পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। এই প্রথম দুদকের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হলো।