আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এ সময় চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) র্যাব-৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৪-এর একটি অভিযানিক দল বুধবার রাতে মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আলামিন ওরফে অভি খানকে (৩০) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য হৃদয় আহমেদকে (২৬) গ্রেফতার করাসহ তিনটি মোটরসাইকেল, মোটরসাইকেলের লক খোলার চারটি চাবি এবং তারকাটার একটি ব্লেড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি আলামিন চক্রের মূলহোতা। তার এই চক্রের বেশকয়েকজন সদস্য রয়েছে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এছাড়া গ্রেফতার আসামি আলামিন আশুগঞ্জ থানার ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। সে মোটরসাইকেল চুরির পাশাপাশি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।