বিশ্বের কোথাও ‘নগর বিশেষজ্ঞ’ নামে কোনও পদবি নেই: বিআইপি

বাংলাদেশ বা বিশ্বের অন্য কোথাও ‘নগরবিদ’ বা ‘নগর বিশেষজ্ঞ’ নামে কোনও পদবি প্রচলিত নেই এবং কোনও বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত কোনও ডিগ্রি প্রদান করা হয় না বলে দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

তারা আরও দাবি করেন সকলের কাছে ‘পরিকল্পনাবিদ’ পদটির বিষয়ে একটি ভুল ব্যাখ্যা যাচ্ছে, ফলে ‘পরিকল্পনাবিদ’ পেশা ও পদবি নিয়ে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিআইপির সাধারণ সম্পাদক এস এম মেহেদী আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘নগর পরিকল্পনাবিদ’ পদবীর সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, প্রতিষ্ঠান/সংস্থা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদিচ্ছা প্রয়োজন বলে মনে করে বিআইপি।

এতে বলা হয়, দেশের প্রচলিত আইন ও বিধিগুলোতে সকল ক্ষেত্রে ‘নগর পরিকল্পনাবিদ’ পেশাজীবীর পরিষ্কার সংজ্ঞায়ন রয়েছে, যেখানে বলা হয়েছে, ‘পরিকল্পনাবিদ’ হতে হলে অবশ্যই নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সদস্যপদ থাকতে হবে। কিন্তু দেখা যায় যে, আইনি বাধ্যবাধকতা থাকার পরও  দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিছু ব্যক্তিদের প্রতিনিয়ত ‘নগর পরিকল্পনাবিদ’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় যাদের আইন ও বিধিমালায় উল্লেখিত দুটো যোগ্যতার একটিও নেই।

এছাড়াও, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি যথাযথ যোগ্যতা ছাড়াই ‘নগর পরিকল্পনাবিদ’ বা ‘নগরবিদ’ বা ‘নগর বিশেষজ্ঞ’ হিসেবে তাদের পরিচয় দিয়ে আসছেন, যেখানে বাংলাদেশ বা বিশ্বের অন্য কোথাও ‘নগরবিদ’ বা ‘নগর বিশেষজ্ঞ’ নামে কোনও পদবি প্রচলিত নেই, কোন বিশ্ববিদ্যালয়েও এ সংক্রান্ত কোনও ডিগ্রি প্রদান করা হয় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পরিকল্পনাবিদ’ পদবি ব্যবহার এবং কর্মক্ষেত্রে ‘নগর পরিকল্পনাবিদ’ পদে নিয়োগ, পদোন্নতি অথবা প্রেষণ বা প্রেরণের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিধিসমূহে উল্লেখিত সংজ্ঞার ব্যবহার্থে সরকারের অধীনস্থ পরিকল্পনা সংশ্লিষ্ট প্রায় ৪৫ টি প্রতিষ্ঠান এবং সংস্থায় বিআইপি’র পক্ষ থেকে গত ২৮ আগস্ট একটি আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে।