জি কে শামীম হাসপাতাল থেকে আবার কারাগারে

বিতর্কিত যুবলীগ নেতা জি কে শামীম কারাগারে থাকলেও চিকিৎসার জন্য ভর্তি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে অস্ত্র মামলার রায়ের তারিখ ধার্য থাকায় হাসপাতাল থেকে পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয় আদালতে।

বেলা ১টার পর বিচারক রায় ঘোষণা করেন। রায়ে জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে পুলিশি পাহারায় তাকে আবারও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আদালত পুলিশের সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢামেক হাসপাতালে শারীরিক সমস্যার কারণে কারাগার থেকে চিকিৎসকের পরামর্শে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদ্যুৎ কুমার সাহা।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন জি কে শামীমের অস্ত্র মামলার রায় রবিবার (২৫ সেপ্টেম্বর) দেন বিচারক। সেখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় জি কে শামীমকে। এর আগে ঢামেক হাসপাতালে শারীরিক সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। রায় পাওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাকে নিয়ে আসা হয়।