হাজারীবাগে কুরিয়ার সার্ভিস ডিপোতে ‘বিস্ফোরণ’, নিহত ১ 

হাজারীবাগ বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও দুই জন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের তরুণের নাম ইলিয়াস (২০)। দগ্ধ দুই জন হলেন, আলিম (৪০) ও দীপক (২৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা মালামাল নামানোর শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, চিকিৎসাধীন দগ্ধ দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। 

জানা গেছে, রাতে ডিপোটিতে কুরিয়ারের মালামাল লোড-আনলোডের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষ‌ণিকভাবে কিছু জানা যায়‌নি বলেও উল্লেখ করেন তিনি।

হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, বিস্ফোরণে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও কেমিক্যাল থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হাজারীবাগ থানার পুলিশ তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।