পঞ্চগড়ে নৌকাডুবি: নিহতদের প্রতি সমবেদনা ভারতীয় হাইকমিশনের

পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ভারতের হাইকমিশন, ঢাকা গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। তাদের আত্মা শান্তিতে থাকুক।

পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত মৃ‌তের সংখ্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৫০ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া ও আত্রাই নদীর বিভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় ৪০ জন যাত্রী নি‌খোঁজ রয়েছেন।