রাজধানীতে ভবন থেকে পড়ে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পূর্ব মানিকদি এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে আহত শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাকর্মী ছিলেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জহির ইকবাল বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব মানিকদি সবুজ ছাতা গলির নির্মাণাধীন ১০তলা ভবনের ৬তলায় কাজ দেখাশোনা করছিলেন শহিদুল ইসলাম। এক সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে কাঁটাতারের দেয়ালের উপরে পড়ে যান তিনি। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গতকাল রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের ছেলে আমিনুল ইসলাম জানান, তার বাবা ওই ভবনে গত তিন বছর ধরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন।

ময়মনসিংহ জেলার সদর উপজেলার টানকাতলাসেন গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।