প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক চার

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী শেষ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠান থেকে ছুরি ও সাদা কাপড়সহ চার জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির প্রমুখ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুষ্ঠানস্থল থেকে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কেউ আইনজীবী নন, তবে তারা আইনের শিক্ষার্থী। তারা প্রাথমিকভাবে জানিয়েছে, তারা একটি আইনজীবী সংগঠনের অনুষ্ঠানে এসেছিল। তাদের ব্যাগের মধ্যে দুটি ছোট ছুরি পাওয়া গেছে। এছাড়াও ব্যাগে খাবার পানির পট, সাদা কয়েকটা কাপড় ছিল।’

তিনি আরও বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির বলেন, ওই চারজনকে শাহবাগ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

এর আগে সন্ধ্যায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। পরে বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন তারা।