রাত পোহালেই বাজবে ঢাকের বাদ্য (ফটো স্টোরি)

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলোতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (১ অক্টোবর) ভোর থেকেই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। সংশ্লিষ্টরা বলছেন, দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে আজ, আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

রাজধানীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, মঞ্চ তৈরি ও প্রতিমাকে কাপড় পরানোর কাজ শেষ হয়েছে। কোথাও কোথাও প্রতিমাকে সাজিয়ে তোলার কাজও চলছে। মন্দিরের চারপাশও সাজানো হয়েছে বাহারি নকশায়। মন্দিরের প্রধান ফটকসহ অন্যান্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে।

বিভিন্ন পূজামণ্ডপের সবশেষ প্রস্তুতির চিত্র-

বনানীর কামাল পাশা আতাতুর্ক পার্ক পূজামণ্ডপ

বনানীর কামাল পাশা আতাতুর্ক পার্ক পূজামণ্ডপ

খামারবাড়ি পূজামণ্ডপের প্রস্তুতি

ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপের প্রস্তুতি

কলাবাগানে পূজামণ্ডপের প্রস্তুতি

বনানীর কামাল পাশা আতাতুর্ক পার্কের পূজামণ্ডপ

বনানীর কামাল পাশা আতাতুর্ক পার্কের পূজামণ্ডপ

বনানীর কামাল পাশা আতাতুর্ক পার্কের পূজামণ্ডপ

বনানীর কামাল পাশা আতাতুর্ক পার্কের পূজামণ্ডপ

খামারবাড়ি 10

আতাতুর্ক পার্ক বনানী পূজামণ্ডপ 14