রিজার্ভ চুরির মামলায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) রায়হান উদ্দিন খানকে তলব করেছেন আদালত।  রবিবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্টতা সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এদিন মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেওয়ায় বিষয়ে আদালতে সময় চেয়ে আবেদন করেন।এরপর আদালত আবেদনটি তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খানের উপস্থিতিতে  শুনানির আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।