জামিল হোসেনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নাটোর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জামিল হোসেন মিলনের মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মামুন মাহবুব ও মো. আরিফ হোসেন।

এর আগে জেলা পরিষদে ঠিকাদার হিসেবে তালিকাভূক্ত থাকার কারণে গত ১৮ সেপ্টেম্বর জামিল হোসেন মিলনের মনোনয়ন পত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে ২১ সেপ্টেম্বর নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৩ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন জামিল হোসেন মিলন।