সানজানা আত্মহত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো

রাজধানীর দক্ষিণখানে বাবাকে ‘রেপিস্ট’ বলে চিরকুট লিখে ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকা (২১) আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন পেছালো। পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ-পরিদর্শক মোছা. রেজিয়া খাতুন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর শাহীন আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে র‌্যাব।

প্রসঙ্গত, ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০ তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সানজানা আত্মহত্যা করেন। তবে তার সহপাঠীরা অভিযোগ করেছেন, সানজানাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সানজানা ব্র্যাক ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।