যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ড. জুলকিফলী হাসান। বৈঠকে ওয়াশিংটন ও নিউইয়র্কের ইন্দোনেশিয়ান কনস্যুলেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শুক্রবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রে সফররত ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন সেন্টার ফর এনআরবি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত আমেরিকান এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ড. শামসি আলী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী। মূল প্রবন্ধে তিনি দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং সুযোগগুলি তুলে ধরেন।

শেকিল চৌধুরী বলেন, বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে ইন্দোনেশিয়া হাই-টেক থেকে মাঝারি পরিসরের শিল্পে বিনিয়োগের বিষয় ভাবতে পারে এবং দুই দেশের মধ্যে আমদানি-রফতানি অনুসন্ধান করা যেতে পারে। এসময় শেকিল চৌধুরী মন্ত্রীকে বাংলাদেশ সফর এবং সেখানকার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের দীর্ঘকালীন ব্যবসায়িক ভিসা বাড়ানোর জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

আমেরিকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার বৈঠকে বক্তব্য দেন।

ডা. জুলকিফলী হাসান তার বক্তব্যে বলেন, আমরা এখন পূর্ব দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ আমাদের জন্য অগ্রাধিকারের দেশ। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই ভারত ও অন্যান্য দেশের আগে বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণ করে দুদেশের মধ্যে একটি বিশেষ ব্যবসায়িক ব্যবস্থা তৈরি করবেন বলে জানান।

সভায় ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি লিটন আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সহ-সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, জেএমসি সেক্রেটারি আফতাব মান্নান, কমিউনিটি নেতা আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, উদ্যোক্তা শেখ ফরহাদ, শাহরিয়ার রহমান এবং রুম্মান চৌধুরী এবং অন্যান্য ব্যবসায়ীরা এসময় সভায় উপস্থিত ছিলেন।