সীমান্তে হত্যা বন্ধে দু’দেশের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান

সীমান্তে হত্যা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে হত্যা ও নির্যাতন বন্ধে বাংলাদেশ ও ভারতের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান করা হয়েছে আসকের পক্ষ থেকে।

সোমবার (১০ অক্টোবর) গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান হানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিন ধরে সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা ও নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে মোট ১৪ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। আসক এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে দুই দেশের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ বিষয়ে আসক দ্রুততার সঙ্গে বাংলাদেশ-ভারত মিলে যৌথ কমিশন গঠন করার দাবি জানাচ্ছে। যা এ ধরনের হত্যাকাণ্ড, নির্যাতন ও বলপ্রয়োগের ঘটনা তদন্ত করবে এবং সৃষ্ট সংকট নিরসন করার উদ্দেশ্যে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।