দক্ষিণখানে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর দক্ষিণ খানের একটি নির্মাণাধীন ভবনের সেন্টারিংয়ের কাঠ খোলার সময়ে বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মোহাম্মদ এরশাদ (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের সহকর্মী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা দক্ষিণখান গণকবরস্থান এলাকায় সেফটি ডুয়েল ডেভলপার কোম্পানির অধীনে নির্মাণ কাজ করি। মঙ্গলবার বিকালে ওই নির্মাণাধীন ভবনের চতুর্থ তালায় সেন্টারিংয়ের কাঠ খোলার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।

মৃত মোহাম্মদ এরশাদের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের পূর্ব হুগলীপাড়া গ্রামে। তার বাবার নাম নুর ইসলাম। বর্তমানে এরশাদ নির্মাণাধীন ভবনে থাকতো।