ইসলামি বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে  দায়ের করা মামলায় আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে সিআইডির পুলিশ পরিদর্শক রবিউল ইসলামের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। বুধবার (১২ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত তার সাক্ষ্যগ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এ দিন রফিকুল ইসলামেকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

রফিকুল ইসলামকে গত বছরের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে র‌্যাব দাবি করে, গ্রেফতারকালে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশ কিছু বিদেশি পর্ন ভিডিও পাওয়া যায়। আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত বছরের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় একই বছরের ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা করেন।