গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু

গাজীপুরে ফিলিং স্টেশনের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ‍দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার শরীরে ৫০ শতাংশই পুড়ে গিয়েছিল।

এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় মারা যান পারভেজ (৩১) নামে এক যুবক। তার শরীরে ৮৬ শতাংশ পুড়ে গিয়েছিল। আর গত শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু মিয়া (২৬) আরেকজন। তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, আল আমিনের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।