রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর পল্টন ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, পল্টন মডেল থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. জনি (৩৮) রাজন হোসেন (২৭), রবিউল হোসেন আরিফ (২০) এবং সবুর তালুকদার (২০)। 

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চারটি চাকু এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া র‌্যাব-১০ পৃথক আরেকটি অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর ২৮ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পল্টন ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করে আসছিল। বিভিন্ন এলাকায় পথচারী ও যাত্রীদের চাকু ছুরির ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা দায়ের হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।