শেখ মুজিব স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন ভারতের নতুন হাইকমিশনার

স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তিনি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতের নতুন হাইকমিশনার।

পরে, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এন আই খান (নজরুল ইসলাম খান) ভারতীয় হাইকমিশনারকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখান।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িতে জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। অধিকারের সংগ্রামে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। সেই বাড়ি আজ নানা স্মৃতি চিহ্ন বহন করছে। বঙ্গবন্ধুর এসব বিষয় ভারতীয় হাই কমিশনারের কাছে তুলে ধরেন কিউরেট এন আই খান।

পরিদর্শন শেষে পরিদর্শন বইতে সই করেন ভারতীয় হাইকমিশনার।

এ সময় ভারতীয় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।