প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি পেতে হেঁটে নেত্রকোনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে!

আট দিন পায়ে হেঁটে নেত্রকোনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন বলে দাবি করছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি এমপিওভুক্তির দাবিতে এই পদক্ষেপ নেন বলে তিনি জানান।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মো. হাবিবুর রহমান তার সহশিক্ষিকাকে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি করেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে নিজের স্কুলের এমপিওভুুক্তির দাবি জানান মো. হাবিবুর রহমান ও তার সহকর্মী

মো. হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠার ২৫ বছর পরেও আমার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি এখনও এমপিওভুক্ত হয়নি। অথচ আমার এই বিদ্যালয়টি নেত্রকোনায় প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়। আমার বিদ্যালয়ে ১০ জন শিক্ষক-শিক্ষিকা এবং চার জন কর্মচারী রয়েছেন। এতদিন ধরে জেলা প্রশাসক ও স্থানীয় বিত্তশালীদের সহয়তায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে বারবার স্কুলটি এমপিওভুক্তির জন্য আবেদন করে আসলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আমি আমার দাবি নিয়ে সরাসরি নেত্রকোনা থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর কাছে এসেছি। আমি চাই প্রতিবন্ধীদের শিক্ষার বৃহৎ স্বার্থে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি এমপিও স্বীকৃতি পাক।