স্ত্রীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার আল-আমিনের স্থায়ী জামিন

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর দায়ের করা মামলায় ক্রিকেটার মো. আল-আমিনকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন আল-আমিন। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মামলার অভিযোগে বলা হয়, ক্রিকেটার আল-আমিন ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন তিনি। পরে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা করেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান।