অত্যাবশ্যক পরিষেবা আইন ২২-এর প্রণয়ন প্রক্রিয়া বন্ধের দাবি শ্রমিক ফ্রন্টের

'অত্যাবশ্যক পরিষেবা আইন ২২' মন্ত্রিসভায় অনুমোদনের নিন্দা এবং এই আইন প্রণয়নের প্রক্রিয়া বাতিলের আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এক বিবৃতিতে ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এই আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এই আইনের মাধ্যমে শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলনের অধিকারকে সংকুচিত করার চেষ্টা বন্ধ করা হচ্ছে।

বিবৃতিতে তারা বলেন, 'অত্যাবশ্যক পরিষেবা আইন ২২'-এ অত্যাবশ্যক পরিষেবায় বাধা সৃষ্টি বা ধর্মঘট ডাকলে ৬ মাসের কারাদণ্ড আর ধর্মঘটে সমর্থন দিলে এক বছরের কারাদণ্ডের বিধান রেখে পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, ই-কমার্স, বিদ্যুৎ-গ্যাস-কয়লা উৎপাদন, সরবরাহসহ কতগুলো খাতের নাম অন্তর্ভুক্ত করে এবং সরকারের ইচ্ছায় যে কোনও খাতকে অত্যাবশ্যক হিসাবে ঘোষণা করা হয়েছে।