শাহজালাল বিমানবন্দরের পার্কিং থেকে ১ কেজি সোনাসহ যুবক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে এক কেজি সোনাসহ হোসাইন মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন। তাকে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

আটক আসামির কাছ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬ গ্রাম), স্বর্ণালংকার ২৯৬ গ্রাম, ৩টি ল্যাপটপ ও দুটি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব জিনিসের আনুমানিক বাজার মূল্য ৭১ লাখ ৬০ হাজার টাকা।

তিনি বলেন, ফেনীর জেলার দাগনভূইয়ার বরইয়া গ্রামের নুর নবীর ছেলে আটক আসামি হোসাইন মাহমুদ। আটকের সময় তার কাছ থেকে কোনও এয়ার টিকিট বা ফ্লাই করার কোনও কাগজপত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে কোনও যাত্রীর কাছ থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও ল্যাপটপ সংগ্রহ করে বের হওয়ার অপেক্ষা করছিল।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছুই জানায়নি বলেও উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, আটক হোসাইন মাহমুদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।