বদরুন্নেসার অধ্যাপক রুমা সরকারের বিচার শুরু

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী শামীম আল মামুন এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৯ অক্টোবর ফেসবুক লাইভে এসে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে গুজব ও ভয়ভীতি ছড়ান রুমা সরকার। এরপর তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার দুটি মোবাইল ফোনে বিভ্রান্তি সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, বানোয়াট, গুজব সৃষ্টিকারী উসকানিমূলক ভিডিওচিত্র পাওয়া যায়।

এ ঘটনায় ২০২১ সালের ২১ অক্টোবর র‌্যাব-৩-এর নায়েব সুবেদার মো. মনির উদ্দিন মামলাটি দায়ের করেন।