রাজধানীতে ৬ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর পল্লবী, মিরপুর ও মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে র‌্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো— ইয়াকুব আলী (৩৯), শাহীন প্রধান (৩৮), মজিবর রহমান সিকদার (৫৭) ও শহিদুল ইসলাম স্বজল (৩৫), শফিকুল ইসলাম (৪৫) ও তুফাইদুল ইসলাম (২৫)। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল, ৪ হাজার ৪৩০ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক ৮৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজধানী পল্লবী থানার মিরপুর-১২ ও মিরপুর মডেল থানার বসিরউদ্দিন স্কুল গলি ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এএসপি সোয়েব বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারী। তারা বেশ কিছুদিন ধরে পল্লবী, মিরপুর ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।’

তাদের নামে রাজধানীর পৃথক তিনটি থানায় মাদকদ্রব্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।