জঙ্গি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা চিহ্নিত: সিটিটিসি

ঢাকার আদালতপাড়া থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

আসাদুজ্জামান বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার নেতৃত্বদানকারী ব্যক্তি ছাড়াও তার আরও কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। তবে অপারেশন ও তদন্তের স্বার্থে তাদের নাম এ মুহূর্তে আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি না। এ পরিকল্পনা কীভাবে হয়েছে সেটাও আমরা আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে অবহিত হয়েছি। এ মুহূর্তে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে প্রধান কাজ। সেজন্য তিনি সাংবাদিক ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

জঙ্গিদের টার্গেট শুধু চারজনই ছিল নাকি আরও জঙ্গি ছিনিয়ে নেওয়ার টার্গেট ছিল—এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, চারজনকে নেওয়ার পরিকল্পনা করেছিল তবে দুজনকে তারা নিয়ে যায়। প্রথমে যে চারজন নেমেছে, তাদেরই তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যদি একসঙ্গে বেশি নামতো তাদেরও নিয়ে যেতো হয়তোবা, এমন পরিকল্পনা থাকতে পারে। অপারেশনে যারা ছিল তাদের গ্রেফতার করলে পুরো বিষয়টি জানা যাবে।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মইনুল হাসান শামিম (২৪), আবু সিদ্দিক সোহেলকে (৩৪) ছিনিয়ে নিয়ে যায় সহযোগীরা। তবে তাদের সঙ্গে থাকা অপর দুই জঙ্গি আরাফাত রহমান (২৪) ও মো. আ. সবুর ওরফে রাজুকে (২১) নিতে পারেনি তারা। এ ঘটনায় কোতোয়ালী থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন।

আরও পড়ুন: