রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকার দোহার এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর মীরহাজিরবাগ ও দোহারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলো- মো. শহিদুল ইসলাম রনি, সোলাইমান হোসেন রাব্বি, মো. আলিফ, মো. জাহিদুল ইসলাম জনি। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসি মাহফুজুর রহমান জানান, এই চক্রটি কিছুদিন এই কাজ শুরু করেছে। চক্রটির মূলহোতা রনি। সে এই চক্রটি পরিচালনা করে। আর মোটরসাইকেল চুরি করে রাব্বি। আর বাকি দুই সদস্য কাস্টমার সংগ্রহ করে সেগুলো বিক্রিতে সহযোগিতা করত।

সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান জানান, রাজধানীর গেন্ডারিয়া থানার একটি মোটরসাইকেল চুরি মামলা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় এই চক্রের সন্ধান পায় ডিবি। পরে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে ওই চক্রের সহযোগী আলিফ ও জনিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দোহার থেকে চক্রের মূলহোতা রনি ও রাব্বিকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জয়পাড়ার মাসুদ এন্টারপ্রাইজের একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া সেই জিক্সার ও এফজেড-এস মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।

এই চোর চক্রের সদস্যদের মধ্যে রাব্বির নামে একটি মামলা রয়েছে। আর এই ঘটনায় তাদের নামে রাজধানীর গেন্ডারিয়া থানা তাদের বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের কর্মকর্তা।